A blog of Freedom Fighter
Moktel Hossain Mukthi
একদিন আমি থাকবো না, মোজাম্মেল হকও না। তবে আমার ব্লগগুলোতে লিখে গেলাম মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের সীমাহীন দুর্নীতি, আওয়ামী লীগ মন্ত্রীর নরপশুসূলভ দুর্ব্যবহার আচরন ও দুর্নীতির ইতিবৃত্ত। ২০০ ব্লগের কোনটাতেই বাকী রাখবো না এ গল্পের কিছু কিছু পংতিমালা। সে গল্প গুগল ইয়াহু ফেসবুক টুইটর ফ্লিকার ওয়েবনড, ওয়ীব্লি সব খানে রেখে গেলাম। কেউ না কেউ পড়বে । সেদিন জানবে আওয়ামী লীগের কতিপয় দুর্নীতিবাজ রগচটা বদমেজাজী হারামীদের কথা।