১৬ই ডিসেম্বর ২০০৫ মহান স্বাধীনতা দিবসে মালদ্বীপের আলীমাস কার্নিভ্যাল ময়দানে আমার বক্তৃতা।
A blog of Freedom Fighter Moktel Hossain Mukthi একদিন আমি থাকবো না, মোজাম্মেল হকও না। তবে আমার ব্লগগুলোতে লিখে গেলাম মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের সীমাহীন দুর্নীতি, আওয়ামী লীগ মন্ত্রীর নরপশুসূলভ দুর্ব্যবহার আচরন ও দুর্নীতির ইতিবৃত্ত। ২০০ ব্লগের কোনটাতেই বাকী রাখবো না এ গল্পের কিছু কিছু পংতিমালা। সে গল্প গুগল ইয়াহু ফেসবুক টুইটর ফ্লিকার ওয়েবনড, ওয়ীব্লি সব খানে রেখে গেলাম। কেউ না কেউ পড়বে । সেদিন জানবে আওয়ামী লীগের কতিপয় দুর্নীতিবাজ রগচটা বদমেজাজী হারামীদের কথা।
Wednesday, April 21, 2010
Shadhinathar moha nayok jathir janok Bangabandhu Sk. Mujib
১৬ই ডিসেম্বর ২০০৫ মহান স্বাধীনতা দিবসে মালদ্বীপের আলীমাস কার্নিভ্যাল ময়দানে আমার বক্তৃতা।
Subscribe to:
Posts (Atom)